সিঙ্গাপুরে মার্কিন গোয়েন্দা বিমান মোতায়েন


প্রকাশিত: ০৯:৩২ এএম, ০৮ ডিসেম্বর ২০১৫

যুক্তরাষ্ট্র প্রথমবারের মত সিঙ্গাপুরে একটি গোয়েন্দা বিমান মোতায়েন করেছে। বিরোধপূর্ণ দক্ষিণ-চীন সাগরে বেইজিংয়ের দ্বীপ গঠন নিয়ে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির মধ্যে গোয়েন্দা বিমান পি-৮ পোসিডন মোতায়েন করলো যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।

চীনের সঙ্গে ভিয়েতনাম ও ফিলিপাইনসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার চার দেশের সঙ্গে আঞ্চলিক বিরোধ রয়েছে। ভিয়েতনাম ও ফিলিপাইন যুক্তরাষ্ট্রের মিত্র দেশ। যুক্তরাষ্ট্র গত অক্টোবরে বিরোধপূর্ণ স্পার্টলি দ্বীপপুঞ্জের কাছে একটি যুদ্ধ জাহাজ পাঠিয়েছিল।

যুক্তরাষ্ট্রের এ গোয়েন্দা বিমান ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশটিতে থাকবে। সোমবার ওয়াশিংটনে এক বৈঠকের পর যৌথ বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাস্টোন কার্টার ও সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রী ন এং হেন এ তথ্য জানিয়েছেন। পি-৮ পোসিডন বিমান মোতায়েনের ঘটনাকে স্বাগত জানিয়েছে সিঙ্গাপুর।
 
এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।