পতন ধারায় চলছে লেনদেন


প্রকাশিত: ০৬:২৮ এএম, ০৮ ডিসেম্বর ২০১৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও বেলা পৌনে ১১টায় তা পতনে রুপ নিয়েছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ২৭ পয়েন্ট কমে ৪ হাজার ৫৮০ পয়েন্টে অবস্থান করছে।

সকাল সাড়ে ১১টা পর্যন্ত কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর। ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ১০৩ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট কমে ১ হাজার ৭৭৪ পয়েন্টে অবস্থান করছে। আর টাকায় লেনদেন হয়েছে ১১১কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ১৫৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

অন্যদিকে একই সময়ে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৩৫ পয়েন্ট কমে ৮ হাজার ৫২২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১৪৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৮টির,কমেছে ৮৫ টির আর অপরিবর্তিত রয়েছে২৬টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণেলেনদেন হয়েছে ৯ কোটি টাকার।

এসআই/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।