মগবাজার বিস্ফোরণ : ছবি নিয়ে কেয়ারটেকারকে খুঁজে ফিরছেন মেয়ে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২৯ জুন ২০২১

রাজধানীর মগবাজারে বিস্ফোরণ বিধ্বস্ত ভবনের কেয়ারটেকার ছিলেন হারুনুর রশিদ (৭০)। রোববার (২৭ জুন) বিস্ফোরণের পর থেকে তার কোনো খোঁজ মিলছে না।

ঘটনার পর থেকে বাবার ছবি ও জাতীয় পরিচয়পত্র নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে হন্যে হয়ে খুঁজে ফিরছেন মেয়ে হেনা বেগম।

বিজ্ঞাপন

হেনা বেগম বলেন, ‘আমরা বাবা ওই ভবনে কেয়ারটেকারের চাকরি করতেন।গত দুইদিন ধরে সব হাসপাতালে খোঁজ নিয়েছি। বাবাকে কোথায় পাইনি।’

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘বিধ্বস্ত ওই ভবনের পেছনের একটি ঘরে বাবা থাকতেন। ওই ঘরে এখনো লাশের পচা গন্ধ পাওয়া যাচ্ছে। আমার মনে হয়- ভবনের ধ্বংসস্তুপের নিচে বাবার লাশ চাপা পড়েছে। স্তুপ সরিয়ে লাশ উদ্ধারে কেউ সহায়তা করছেন না।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

jagonews24

হেনা বেগম বলেন, ‘দুর্ঘটনার দিন রোববার (২৭ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে বাবার সঙ্গে আমার মোবাইলে কথা হয়। ওই সময় তিনি ভবনের পেছনের ঘরে ছিলেন। আমার বাবার বয়স ৭০ বছর। বৃদ্ধ বয়সে কাজ ছাড়া তিনি কোথাও যান না।’

‘আমার বাবা যদি সত্যিই মরে যায়, তাহলে তার লাশটা অন্তত আমাকে দেন। নিজ হাতে দাফন করে সান্ত্বনা পাই। লাশও যদি না পাই, তাহলে সারাজীবন কোন সান্ত্বনা নিয়ে বেঁচে থাকব’ বলে কেঁদে ফেলেন হেনা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রোববার (২৭ জুন) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে তিনতলা একটি ভবনের নিচতলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৭ জন নিহত এবং অন্তত দুই শতাধিক মানুষ আহত হয়।

এনএইচ/এএএইচ/এমকেএইচ

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।