ইরানে সোয়াইন ফ্লুতে ৩৩ জনের প্রাণহানি


প্রকাশিত: ০৫:৩৫ এএম, ০৮ ডিসেম্বর ২০১৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দুটি প্রদেশে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে কমপক্ষে ৩৩ জনের প্রাণহানি ঘটেছে। গত তিন সপ্তাহের মধ্যে এসব মানুষ মরণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছিল। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির কেরমান প্রদেশে ২৮ জন এবং সিস্তান-বেলুচিস্তানে পাঁচজন মারা গেছেন। ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আলি-আকবর সায়ারি সতর্ক করে বলেন, রাজধানী তেহরানসহ দেশের অন্যান্য অঞ্চলেও সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়তে পারে।

এইচ১এন১ ভাইরাসের কারণে সোয়াইন ফ্লু হয়। ২০০৯ সালে প্রথম মেক্সিকোতে সোয়াইন ফ্লুতে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর বিশ্বের বিভিন্ন অঞ্চলে এ ভাইরাস ছড়িয়ে পড়ে।

ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কেরমান প্রদেশে সোয়াইন ফ্লুতে আক্রান্ত অন্তত ৬ শ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।