আড়ানীতে নজরুল ইসলামের মনোনয়ন বহাল


প্রকাশিত: ১১:১৪ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৫

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা নির্বাচনে আপিলের মাধ্যমে বিএনপির বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম মেয়র পদে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। মনোনয়নপত্র বাতিলের পর প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন তিনি। পরে সোমবার বিকেলে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার।

জেলা নির্বাচনী আপিল বোর্ডের প্রধান ও রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী জানান, শুনানি শেষে নজরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে আড়ানী পৌরসভার বর্তমান মেয়র এবং পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলামের হলফনামায় স্বাক্ষর না থাকায় মেয়র পদে প্রার্থিতা অবৈধ ঘোষণা করেন বাঘা উপজেলা রিটার্নিং অফিসার হামিদুল ইসলাম।

এ ঘটনায় নজরুল ইসলাম ওইদিনই জেলা নির্বাচন আপিল বোর্ডের প্রধান ও জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর কাছে প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেন। সোমবার দুপুরে আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় মেয়র পদে তার প্রার্থিতা বৈধতা পায়।

শাহরিয়ার অনতু/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।