খোলা থাকবে হোটেল-রেস্তোরাঁ, বসে খাওয়া যাবে না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৮ পিএম, ২৭ জুন ২০২১
ফাইল ছবি

তিনদিনের সীমিত লকডাউনের (বিধিনিষেধ) মধ্যে খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ খোলা থাকবে। তবে হোটেল-রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না। খাবার কিনে নেয়া যাবে।

আগামীকাল সোমবার (২৮ জুন) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা পর্যন্ত তিনদিনের সীমিত বিধিনিষেধ দিয়ে রোববার (২৭ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

jagonews24

এতে বলা হয়, খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় (শুধুমাত্র অনলাইন/টেকওয়ে) করতে পারবে।

আর আগেও লকডাউনের সময় খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁর ক্ষেত্রে এই সিদ্ধান্ত হয়। গত ২৩ মে বিধিনিষেধ বাড়ানোর প্রজ্ঞাপনে বলা হয়, হোটেল, রেস্তোরাঁ ও খাবার দোকানসমূহে আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা প্রদান করতে পারবে।

আরএমএম/জেএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।