২০ রোজার মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মেরামতের নির্দেশ


প্রকাশিত: ০৯:৫৮ এএম, ১৩ জুলাই ২০১৪

ঈদে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন, সে জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ২০ রোজার মধ্যেই মেরামত শেষ করার তাগিদ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সকাল ১১টায় মহাসড়কের সীতাকুণ্ড এলাকা পরিদর্শন শেষে বাড়বকুণ্ডে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজটে অতিষ্ঠ জনগণ। রাস্তার খানাখন্দক মেরামতের কাজ জনগণ হয়রানি হওয়ার আগেই শেষ করতে হবে।

এ সময় স্থানীয় এমপি দিদারুল আলম, চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, চারলেন প্রকল্প পরিচালক ইবনে আলম হাসান, উপজেলা চেয়ারম্যান এসএম মামুন, চট্টগ্রাম সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী অরুন আলো বড়ুয়া, কপিল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।