রুয়েটে ১ম বর্ষে ভর্তি শুরু ১০ ডিসেম্বর


প্রকাশিত: ০২:৫১ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৫

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হবে ১০ ডিসেম্বর। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশনের উপ-পরিচালক গোলাম মর্তুজা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১০ ডিসেম্বর সকাল ৯টায় মেধা তালিকায় `ক` ইউনিটে (প্রকৌশল বিভাগ ও বিইউআরপি বিভাগ) ০১ থেকে ৭৮০তম পর্যন্ত এবং `খ` ইউনিটে (আর্কিটেকচার বিভাগ) ০১ থেকে ৩০তম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ভর্তি করা হবে।

তিনি আরো জানান, ভর্তির নিয়মাবলী এবং প্রয়োজনীয় ডকুমেন্টেসের তালিকা রুয়েট প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ruet.ac.bd) ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। ভর্তির সময় বিভাগীয় সমিতির চাঁদা বাবদ ৪০০টা এবং ভর্তি ফি বাবদ ১৫ হাজার টাকা রূপালী ব্যাংক রুয়েট শাখায় জমা দিতে হবে।

রাশেদ রিন্টু/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।