ডেকে ডেকে বিনামূল্যে মাস্ক দিচ্ছে ট্রাফিক পুলিশ
করোনা সংক্রমণ রোধে সোমবার (২৮ জুন) থেকে ৪ জুলাই পর্যন্ত সারাদেশে সাতদিনের কঠোর লকডাউন দিয়েছে সরকার।
এদিন থেকে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি, বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী যান ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।
এরই ধারাবাহিকতায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীতে সাধারণ মানুষের মাঝে ডেকে ডেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে ট্রাফিক পুলিশ।
মাস্ক বিতরণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৬ জুন) বাবুবাজার ব্রিজ এলাকায় মাস্ক বিতরণ করা হয়।
এ সময় যাদের মুখে মাস্ক নেই তাদের মাস্ক পরিয়ে দেয় পুলিশ। মাস্ক দেয়ার আগে তাদের হাতে জীবাণুনাশকও দেয়া হয়।
মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লালবাগ বিভাগ ট্রাফিক পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শহীদুল ইসলাম, ট্রাফিক কোতোয়ালি জোনের সহকারী কমিশনার বিমান কুমার দাস, পরিদর্শক কে এম মঞ্জুরুল আলমসহ অনেক পুলিশ সদস্য।
লালবাগ বিভাগ ট্রাফিক পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শহীদুল ইসলাম বলেন, আমরা জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য মাস্ক বিতরণ করছি।
এদিকে পুলিশের দেয়া মাস্ক পেয়ে পথচারী রায়হান বলেন, ‘আমি সকালে মাস্ক ছাড়া বের হয়ে যাই। ব্রিজের মাথায় আমাকে কয়েকজন পুলিশ সদস্য ডেকে মাস্ক পরিয়ে দিলেন। আমি পুলিশের প্রতি কৃতজ্ঞ। এখন থেকে মাস্ক ছাড়া বের হব না।’
জেএ/জেডএইচ/এমকেএইচ