পরিবেশক সম্মেলন করল ওয়ালটন


প্রকাশিত: ১২:৪১ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৫

বাজার সম্প্রসারণে বিশ্বের শীর্ষস্থানীয় অন্যান্য ব্র্যান্ডের তুলনায় ১০ গুণ বেশি গতিতে এগিয়ে চলেছে ওয়ালটন। আগামীতে বিশ্বের যে কোনো দেশের তুলনায় সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ মানের পণ্য দিতে পারবে ওয়ালটন।
 
ওয়ালটন ডিস্ট্রিবিউটর কনফারেন্সে উপস্থিত অতিথিবৃন্দ এসব কথা বলেন। সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ওই ডিস্ট্রিবিউটর কনফারেন্স। সারা দেশ থেকে আসা ওয়ালটনের শীর্ষস্থানীয় ৬৬৪ জন পরিবেশক এতে অংশ নেন।

কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এসএম শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এসএম আশরাফুল আলম। সভাপতিত্ব করেন ওয়ালটনের বিপণন বিভাগের প্রধান এমদাদুল হক সরকার।

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এসএম শামসুল আলম বলেন, প্রযুক্তি পণ্যে ওয়ালটন তার পণ্য সম্ভার আরো সমৃদ্ধ করতে যাচ্ছে। এজন্য নতুন নতুন কারখানা স্থাপন, গবেষণা এবং পণ্যমান উন্নয়নের কাজ চলছে।

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এসএম আশরাফুল আলম বলেন, ওয়ালটন চতুর্থ প্রজন্মের কম্প্রেসার কারখানা স্থাপন করছে। প্রযুক্তি পণ্যের ব্যাসিক ও ম্যাটেরিয়ালস উৎপাদন করতে যাচ্ছে। আন্তজাতিক বাজারে অন্যদের চেয়ে অনেক বেশি গতিতে বাজার সম্প্রসারণ করতে যাচ্ছে ওয়ালটন।

তিনি বলেন, ভবিষ্যতে ওয়ালটন বিক্রয়কেন্দ্রগুলো থেকে দেয়া হবে ওয়ানস্টপ সার্ভিস। একই আউটলেটে মিলবে প্রায় সব ধরনের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য।

তিনি বলেন, গত পৌনে ২ বছরে ওয়ালটন পণ্যে ৭০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আউটলেট বা বিক্রয়কেন্দ্র বেড়েছে ৪০ শতাংশ। যে কারণে ওয়ালটন বিভিন্ন পণ্যের ব্যাসিক ও ম্যাটেরিয়াল উৎপাদনে যেতে পেরেছে। আগামী ৫ বছর এই প্রবৃদ্ধি ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রেজওয়ানা, নির্বাহী পরিচালক (এইচআরএম) এসএম জাহিদ হাসান, নজরুল ইসলাম সরকার (ফরেইন ট্রেড মনিটরিং), মো. হুমায়ুন কবীর (পিআরএন্ড মিডিয়া), আশরাফুল আম্বিয়া (সোর্সিং ইঞ্জিনিয়ারিং), তোফাজ্জ্বল হোসেন  জেনারেল এ্যাফেয়ার্স), উপদেষ্টা মেজর জেনারেল (অব.) একেএম মুজাহিদ প্রমুখ।

এসএ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।