দেশে ভোটাধিকার হরণ করেছে বিএনপি : হানিফ


প্রকাশিত: ১২:১৯ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৫

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে পৌর নির্বাচন সুষ্ঠু হবে না বলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে অভিযোগ করেছেন তা কাল্পনিক ছাড়া আর কিছুই না।

সোমবার কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে বার্ষিক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্দেশ্যে করে তিনি আরো বলেন, বাংলাদেশে যদি ভোটাধিকার হরণ করার কথা বলেন, তা হলে সে অভিযোগে বিএনপিই অভিযুক্ত। ২০১৪ সালে ৫ জানুয়ারি নির্বাচনে জনগণকে ভোট দিতে বাধাগ্রস্ত করেছিল বিএনপি। তারা ৫০০টি কেন্দ্র পুড়িয়ে দিয়েছিল। তাদের একটাই লক্ষ্য ছিল মানুষ যাতে ভোট কেন্দ্রে যেতে না পারে। সেই বিএনপির মুখে এমন অভিযোগ মিথ্যাচার ছাড়া আর কিছুই না।

তিনি বলেন, পৌর নির্বাচনে খালেদা জিয়া যদি প্রচারণায় নামেন তা হলে নির্বাচনের মাঠে লেভেল প্লেইং থাকবে না। তাই এসব কথা বিবেচনা করে উনি নির্বাচনী প্রচারণায় হয়তো যাবেন না।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. বদরুদ্দোজা, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।

আল-মামুন সাগর/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।