খিলগাঁওয়ের খালে পড়ে মৃত ব্যক্তির পরিচয় মিলেছে

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৭ পিএম, ২৩ জুন ২০২১

রাজধানীর খিলগাঁওয়ের খালে পড়ে প্রাণ হারানো সেই ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তার নাম আবুল হোসেন (৪২)।

বুধবার (২৩ জুন) বিকেলে তার ভাই খোকন মিয়া ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইলিয়াস মিয়া বলেন, ‘মঙ্গলবার খিলগাঁওয়ের ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন ড্রেনে বোতল কুড়াতে গিয়ে পানিতে পড়লে ডুবে যান ওই যুবক। পরে তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।’

মৃত আবুলের ভাই খোকন মিয়া বলেন, ‘আমার ভাই মাদকাসক্ত ছিল। বিভিন্ন জায়গায় জিনিসপত্র কুড়িয়ে বেড়াত। গতকাল সকালের দিকে খিলগাঁও এলাকায় প্লাস্টিক কুড়াতে গিয়ে পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর আজ (বুধবার) সকালে ফায়ার সার্ভিসের লোকজন তার লাশ উদ্ধার করে।’

তিনি আরও বলেন, ‘১০ বছর আগে সে বিয়ে করেছিল। তবে মাদকাসক্ত হওয়ায় স্ত্রী তাকে ছেড়ে চলে যান। তারপর থেকে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং আরও বেশি মাদক সেবন শুরু করে।’

তাদের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নানখী দক্ষিণ পাড়া গ্রামে। বাবার নাম মৃত নুরু মিয়া। তিন ভাই ও এক বোনের মধ্যে আবুল ছিল দ্বিতীয়।

মঙ্গলবার খিলগাঁওয়ের তিলপাড়ার ৭ নম্বর গলির উত্তর বাসাবো খালের ঝিলপাড় মসজিদের পাশের একটি ড্রেনের ওপর থেকে পড়ে নিখোঁজ হন আবুল। বুধবার ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে তার মরদেহ খালে ভেসে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সেটি উদ্ধার করে

কাজী আলামিন/এসএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।