জমে উঠেছে থিয়েটার উৎসব


প্রকাশিত: ০৭:৩৪ এএম, ০৭ ডিসেম্বর ২০১৫

মঞ্চ নাটকের নন্দিত নাট্যদল ‘থিয়েটার’র আয়োজনে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় চলছে সপ্তাহব্যাপী নাট্যোৎসব ‘থিয়েটার সপ্তাহ-২০১৫’। ‘সবার উপরে জীবন সত্য’ এই স্লোগান নিয়ে উৎসবটি শুরু হয়েছে ৫ ডিসেম্বর, শুক্রবার থেকে। চলবে ১০ ডিসেম্বর, বৃহস্পতিবার পর্যন্ত।

গেল রোববার সন্ধ্যায় উৎসবে গিয়ে চোখে পড়ল দর্শকদের উপচে পড়া ভিড়। স্পষ্ট অনুধাবন করা যাচ্ছে মঞ্চ নাটকের প্রতি বেড়েছে মানুষের আগ্রহ। এই বিষয়টিকে দেশের শিল্প-সংস্কৃতির এগিয়ে যাবার দারুণ এক উৎসাহ হিসেবে দেখছেন সংস্কৃতি কর্মীরা। তারা জাগো নিউজকে জানান, কিছুদিন আগেও নাটক দেখার মানুষ পাওয়া যেত না। কিন্তু এখন ছোট-বড় যে কোনো দলের নাটক দেখতেই দর্শকরা আসছেন। এটা সত্যি আশা জাগানিয়া।

এদিকে রোববার উৎসবের তৃতীয় দিনে মঞ্চস্থ হয় মাসুম রেজা রচিত ও ত্রপা মজুমদার নির্দেশিত দলটির নাটক ‘কুহকজাল’। নাটকটিতে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, রামেন্দু মজুমদার, মারুফ কবির, তোফা হোসেন, তানজুম আরা পল্লী, পরেশ আচার্য্য, শেকানুল ইসলাম শাহী প্রমুখ।

বরেণ্য সব অভিনয় শিল্পীদের সাথে নতুন প্রজন্মের শিল্পীদের নান্দনিক অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। বিশেষ করে কুহকজালে ফেরদৌসী মজুমদারের চরিত্রটি বেশ উপভোগ করেছেন তারা।

ধারাবাহিকভাবে উৎসবের চতুর্থ দিন আজ ৭ ডিসেম্বর মঞ্চায়ন হবে ‘মুক্তধারা’। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন নায়লা আজাদ। এরপর ৮ ডিসেম্বর মঞ্চায়ন হবে সৈয়দ শামসুল হক রচিত ও আবদুল্লাহ আল-মামুন নির্দেশিত নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’। ৯ ডিসেম্বর মঞ্চায়ন হবে ‘বারামখানা’। পান্থ শাহরিয়ারের রচিত এই নাটকটির নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার।

উৎসবের সমাপনী দিন ১০ ডিসেম্বর বিকেল ৪টায় শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে ‘থিয়েটার পত্রিকার চল্লিশ বছর’ শীর্ষক গ্রন্থ নিয়ে আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় সংস্কৃতিমন্ত্রী ও থিয়েটার পত্রিকার প্রতিষ্ঠাকালীন সহ-সম্পাদক আসাদুজ্জামান নূর।

সন্ধ্যায় মঞ্চায়ন হবে আবদুল্লাহ আল-মামুন রচিত ও নির্দেশিত থিয়েটার-এর বহুল আলোচিত নাটক ‘মেরাজ ফকিরের মা’। প্রতিদিন নাটকের প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা ৭টায় এবং প্রদর্শনীর আগে হল কাউন্টারে টিকেট পাওয়া যাবে।

০১৮১৮২২৫৩৮৯ নম্বরে ফোন করে টিকেট বুকিং দেয়া যাবে। পাশাপাশি অনলাইনে টিকেট সংগ্রহ করা যাবে www.ticketchai.com  থেকে।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।