সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২


প্রকাশিত: ০৭:১৬ এএম, ০৭ ডিসেম্বর ২০১৫

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বরে কষ্টি পাথরের একটি দেবী মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাচারের অভিযোগে ২ জনকে আটক করে পুলিশ।

আটকরা হলেন-দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বিশাপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে গাড়ির চালক মলিন উদ্দিন ভোলা (১৯) এবং একই উপজেলার চেং গ্রামের তরিকুল ইসলামের ছেলে নাদিম হোসেন নীরব (১৮)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রকিবুল ইসলাম বলেন, দিনাজপুরের হিলি থেকে কুমিল্লাগামী একটি পিকআপ সোমবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোল চত্বরে পৌঁছালে থানা পুলিশ তাতে তল্লাশি চালায়।এ সময় গাড়িতে রাখা ধানের বস্তা থেকে একটি মূর্তি উদ্ধার করা হয়। মূর্তি পাচারের সঙ্গে জড়িত ২জনকে  আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

বাদল ভৌমিক/এসএস/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।