অবশেষে পাক-ভারত বৈঠক অনুষ্ঠিত
অবশেষে পাকিস্তান ও ভারতের মধ্যেকার একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে রোববার এ বৈঠকে দুই দেশের নিরাপত্তা উপদেষ্টারা অংশ নেন। এর আগে গত আগস্টে একটি বৈঠক হওয়ার কথা থাকলেও তা শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায়। খবর বিবিসির।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদিও গত বছর তার শপথ গ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু তারপর থেকে দুদেশের সম্পর্ক আরো অবনতি হয়েছে। বিরোধপূর্ণ কাশ্মীর সীমান্তে দুপক্ষের মধ্যে বেশ কয়েকবার গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষেরই বহু মানুষের প্রাণহানি হয়েছে।
এর আগে ভারত জানায়, যদি কোনো আলোচনা হয় তবে তা সন্ত্রাস ইস্যুতেই হতে পারে। কিন্তু রোববারের বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয়েছে, দুদেশের নিরাপত্তা উপদেষ্টারা কাশ্মীর, শান্তি এবং নিরাপত্তা নিয়েও আলোচনা করেছে। বৈঠকের ভেন্যু ব্যাংকককে বাছাইয়ের জন্য ভারতীয় পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এপি বলছে, দু`পক্ষেরই যাতায়াতের সুবিধার্থে এই জায়গাটি নির্বাচন করা হয়েছে।
প্যারিসে জলবায়ু বিষয়ক সম্মেলনে যোগ দিতে গিয়ে মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ অবশ্য গত সপ্তাহেই একটি অনির্ধারিত বৈঠক করেছেন। আফগানিস্তান নিয়ে একটি বৈঠকে যোগ দিতে সোমবার পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজেরও পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে।
দক্ষিণ এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী এ দুই দেশ বিরোধপূর্ণ কাশ্মীর নিয়ে দুবার যুদ্ধে জড়িয়ে পড়েছে। পাকিস্তান সবসময় বলে আসছে, ভারতের সঙ্গে ততক্ষণ পর্যন্ত কোনো আলোচনা হতে পারে না, যতক্ষণ না ওই আলোচনায় কাশ্মীর ইস্যু জায়গা না পায়। গত ৬০ বছরেরও বেশি সময় ধরে দুই দেশই কাশ্মীরকে নিজেদের ভূখণ্ড দাবি করে আসছে।
এসআইএস/পিআর