রাশিফল : ০৭ ডিসেম্বর ২০১৫


প্রকাশিত: ০২:৩৩ এএম, ০৭ ডিসেম্বর ২০১৫

মিথুন : ধর্মীয় আধ্যাত্মিক ক্রিয়া কর্মের প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজকর্মে অগ্রগতি হতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।

মেষ : ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হবে। ঘনিষ্ঠ কেউ শত্রুতা করতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। কারো সাথে বিবাদে জড়াতে পারেন।

বৃষ : সাময়িক অসুস্থতাকে খুব একটা গুরুত্ব না দিলেও চলবে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কর্ম পরিবেশ খুব একটা ভালো থাকবে না। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন।

কর্কট : বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। কোনো কারণে হঠাত্ আবেগপ্রবণ হতে পারেন। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। উচ্চ রক্তচাপ অথবা হূদ রোগীকে সতর্ক থাকতে হবে।

সিংহ : ছোট ভাই-বোনদের সাথে সম্পর্ক ভালো যাবে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। প্রতিবেশীর সাথে কোনো বিরোধ থাকলে তা মিটে যাবে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।

কন্যা : কাউকে প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। মাথা ব্যথা অথবা চক্ষু সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন।

তুলা : মানসিক শান্তি বজায় থাকবে। নিজের আচরণ দ্বারা অন্যকে সহজেই প্রভাবিত করতে পারবেন। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।

বৃশ্চিক : গোপন শত্রুরা মাথাচারা দিয়ে উঠতে পারে। ভ্রমণ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।

ধনু : দাম্পত্য সুখ বজায় থাকবে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের সম্ভাবনা আছে। রোমাঞ্চ শুভ।

মীন : মানসিক অস্থিরতা ক্ষতির কারণ হতে পারে। দুর্ঘটনা এড়াতে দ্রুতগতির যানবাহন এড়িয়ে চলুন। দাম্পত্য ক্ষেত্রে মানিয়ে চলার চেষ্টা করুন। ব্যবসায়ীদের নতুন বিনিয়োগে সতর্ক থাকতে হবে।

মকর : কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। মানসিক দিক ভালো যাবে। সম্ভাব্য ক্ষেত্রে বেকারদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। যোগাযোগ শুভ।

কুম্ভ : ধর্ম-কর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। উচ্চ শিক্ষার্থে বিদেশ যাওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে। মনোবল বৃদ্ধি পাবে। রোমাঞ্চ শুভ।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।