আজকের এইদিনে : ০৭ ডিসেম্বর ২০১৫
আন্তর্জাতিক সিভিল এভিয়েশন দিবস
৯০৩ খ্রিস্টাব্দের এই দিনে পার্সিয়ান জোতির্বিদ আব্দ আল রহমান আল সুফি জন্মগ্রহণ করেন।
১৭৮২ খ্রিস্টাব্দের এই দিনে মহীশুরের বীর যোদ্ধা হায়দার আলীর মৃত্যু।
১৭৮২ খ্রিস্টাব্দের এই দিনে টিপু সুলতান ভারতের মহীশুরের রাজা হিসেবে ক্ষমতা গ্রহণ করেন।
১৭৯২ খ্রিস্টাব্দের এই দিনে ভারতবর্ষের পুলিশ বিধির মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষার ভার জমিদারদের হাত থেকে কেন্দ্রীয় শাসনের অধীনে আনা হয়।
১৮২৫ খ্রিস্টাব্দের এই দিনে বাষ্পীয় ইঞ্জিন চালিত জাহাজ প্রথম কলকাতা বন্দরে ভিড়ে।
১৮৫৬ খ্রিস্টাব্দের এই দিনে অবিভক্ত বাংলায় প্রথম বিধবা বিবাহ হয়।
১৮৭২ খ্রিস্টাব্দের এই দিনে বাংলায় প্রথম জাতীয় নাট্যশালা ‘ন্যাশনাল থিয়েটার’ প্রতিষ্ঠিত হয়।
১৮৭৯ খ্রিস্টাব্দের এই দিনে বাঙালি বিপ্লবী বাঘা যতীন জন্মগ্রহন করেন ।
১৮৮৯ খ্রিস্টাব্দের এই দিনে ফরাসী দার্শনিক, নাট্যকার ও সমালোচক গাব্রিয়েল মার্সেলের জন্ম।
১৮৮৯ খ্রিস্টাব্দের এই দিনে বর্তমান আকৃতির পৃথিবীর প্রথম অটোমোবাইল তৈরি হয়।
১৯১৭ খ্রিস্টাব্দের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধে অস্ট্রো-হাঙ্গেরী সাম্রাজ্যের বিরুদ্ধে আমেরিকার যুক্তরাষ্ট যুদ্ধ ঘোষণা করে।
১৯২৮ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন ভাষাতত্ত্ববিদ নোয়াম চমস্কির জন্ম।
১৯৩৬ খ্রিস্টাব্দের এই দিনে অস্ট্রেলিয়ান ক্রিকেটার জ্যাক ফিঙ্গেলটন প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা দুই টেস্ট ইনিংসে সেঞ্চুরী করেন।
১৯৪১ খ্রিস্টাব্দের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন তীব্র আকার ধারণ করে তখন দুইশটি জাপানী জঙ্গীবিমান প্রশান্ত মহাসাগরে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি পার্ল হারবারে বোমাবর্ষণ করে।
১৯৭০ খ্রিস্টাব্দের এই দিনে পাকিস্তানের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়।
১৯৭১ খ্রিস্টাব্দের এই দিনে দ্বিতীয় দেশ হিসেবে ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
১৯৭১ খ্রিস্টাব্দের এই দিনে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান নুরুল আমিনকে প্রধানমন্ত্রী, জুলফিকার আলী ভুট্টোকে উপ-প্রধানমন্ত্রী করে একটি কোয়ালিশন সরকার গঠন করেন।
১৯৮১ খ্রিস্টাব্দের এই দিনে ফিলিস্তিনের স্বাধীনতাকামী নেতা আব্দুল ওয়াহাব কিয়ালি লেবাননের রাজধানী বৈরুতে ইহুদীবাদী ইসরাইলের হামলায় নিহত হন।
১৯৮৫ খ্রিস্টাব্দের এই দিনে দক্ষিণ এশিয়ার সাতটি দেশের শীর্ষ সম্মেলন বাংলাদেশের রাজধানী ঢাকার সংসদভবনে যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদ্বোধন হয়।
১৯৮৬ খ্রিস্টাব্দের এই দিনে ইরাকের বিমান হামলায় ইরানে শতাধিক নিহত।
১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে রাজনীতিবিদ আতাউর রহমান খান ইন্তেকাল করেন।
১৯৯৯ খ্রিস্টাব্দের এই দিনে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা।
এইচআর/এমএস