শিক্ষার্থীর মৃত্যুতে জবি ছাত্রফ্রন্টের শোক


প্রকাশিত: ১২:৫৪ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৫

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক মেহরাব আজাদ এক যুক্ত বিবৃতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের ৯ম ব্যাচের ছাত্র কে এম মাশুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
 
রোববার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তারা শোকপ্রকাশ করেন। শোকবার্তায় তারা  বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এর আগেও মৃত্যু এবং দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ে কোনো আবাসিক হল না থাকার কারণে শিক্ষার্থীরা সাভার, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদীসহ ঢাকা শহরসহ আশেপাশে মেস ভাড়া করে থাকতে বাধ্য হয়। এসব রুটে বাস সংখ্যা মাত্র একটি। ছাত্র সংখ্যা অনুপাতে যা খুবই অপ্রতুল। ফলে বেশিরভাগ শিক্ষার্থী  বাদুড়ঝোলা হয়ে ক্যাম্পাসে যাতায়াত করে। ফলে স্বাভাবিকভাবেই এ দুর্ঘটনাগুলো ঘটে থাকে। অতীতেও এরকম ঘটনার পরে প্রশাসন বাসের সংখ্যা  প্রতিশ্রুতি দিলেও এর বাস্তবায়ন ঘটেনি। ফলে এ মৃত্যু নিছক দুর্ঘটনা হতে পারে না। প্রশাসনের উদ্যোগহীনতার কারণেই এ মৃত্যুর মিছিল দীর্ঘতর হচ্ছে।    
 
নেতৃবৃন্দ অবিলম্বে আবাসিক হল নির্মাণ করে শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান। একইসাথে বাসের সংখ্যা ও ট্রিপের সংখ্যা বৃদ্ধি করার জোর দাবি জানান।

এসএম/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।