বিজয় নগরে পুলিশের প্রাইভেটকারসহ ৪ গাড়ি ভাঙচুর, সন্দেহে ছাত্রদল
রাজধানীর বিজয় নগর মোড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লোগো সম্বলিত প্রাইভেটকারসহ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। পুলিশের দাবি, জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্তির জেরে ক্ষুব্ধ নেতাকর্মীরা এ কাণ্ড ঘটিয়েছেন বলে। এর আগে বিএনপি কার্যালয়ে সংগঠনটির দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, বৃহস্পতিবার (১৭ জুন) বিকেল ৫টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে কয়েকজন ব্যক্তি দৌড়ে এসে রাজধানীর বিজয় নগর মোড়ে চারটি গাড়িতে ভাঙচুর চালান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, ওই চারটি গাড়ির একটি ঢাকার আশুলিয়া থানার ওসি, তদন্ত জিয়াউল ইসলামের প্রাইভেটকার, দুটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাস এবং একটি মাইক্রোবাস।
এ বিষয়ে ওসি, তদন্ত জিয়াউল ইসলামের স্ত্রী পলি জাগো নিউজকে বলেন, ‘বিজয় নগর সেন্ট্রাল ল কলেজের নিচে গাড়ি রেখে ক্লাস করতে গিয়েছিলাম। ১৫ মিনিট পর চালক রুবেল ফোন করে জানান কয়েকটি ছেলে তার গাড়িতে ভাঙচুর করে চলে গেছে। এরপর নিচে নেমে দেখি গাড়ির সামনের গ্লাস ভাঙা।’
রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘গতকাল ছাত্রদলের চারটি ইউনিটের কমিটি বিলুপ্ত হয়। বিষয়টিকে কেন্দ্র করে আজ বিকেলে বিএনপি অফিসে ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি হয়। এক পর্যায়ে একটি পক্ষ সংশ্লিষ্ট এলাকার রাস্তায় লাঠিসোঁটা নিয়ে গাড়ি ভাঙচুর করে। পার্টি অফিসের সামনে কোনো ভাঙচুর হয়নি। সেখানে ভাঙচুর হলে টহলরত পুলিশ তাদেরকে ধরে ফেলত। তারা পুলিশের অগোচরে গিয়ে ভাঙচুর চালায়।’
ওসি আরও বলেন, ‘এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদেরকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
খবর শুনে ঘটনাস্থলে যান মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আব্দুল আহাদ।
জাগো নিউজকে তিনি বলেন, ‘কয়েকটি লোক লাঠিসোঁটা নিয়ে বিএনপি পার্টি অফিস থেকে বেরিয়ে বিজয় নগরের দিকে যাচ্ছে। এ খবর পাওয়ার পরেই পুলিশ ফোর্স নিয়ে আমরা ঘটনাস্থলে আসি। এসে দেখতে পাই ডিএমপির লোগো সম্বলিত একটি গাড়ির গ্লাস ভাংচুর করা হয়েছে এবং সরকারি দুটি বাসসহ একটি মাইক্রোবাস ভাঙচুরের কথা শুনেছি।’
সিসিটিভি ফুটেজ দেখে সরকারি গাড়ি ভাঙচুরে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ডিসি আব্দুল আহাদ।
কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের পূর্ণাঙ্গ কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়। সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সহ-দফতর সম্পাদক আজিজুল হক সোহেলের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
টিটি/এসএস/জিকেএস