গ্রাহক সেবা বাড়াতে প্রযুক্তি ব্যবহার আবশ্যক: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ১৭ জুন ২০২১
ফাইল ছবি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ চাহিদা মোতাবেক দ্রুত গ্রাহক সেবা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেছেন, ‘সেবা বৃদ্ধিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো আবশ্যক। ডেসকো এলাকায় স্ক্যাডা, ভূগর্ভস্থ তার, উপকেন্দ্র ও আধুনিক প্রযুক্তি স্থাপনের কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে।’

বৃহস্পতিবার (১৭ জুন) অনলাইনে ডেসকো এলাকায় ২৪টি ৩৩/১১ কেভি সাবস্টেশন স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করতে না পারলে ফিন্যান্সিয়াল ও ইকোনমিক্যাল যে ক্ষতি হবে, তার প্রভাব দীর্ঘমেয়াদী হবে।’

২৪টি ৩৩/১১ কেভি সাবস্টেশন ডিজাইন, সরবরাহ, ইন্সটলেশন ও কমিশনিং করতে ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর ১৮ মাসের মধ্যে কাজ শেষ করার জন্য এডিবির অর্থায়নে ডেসকোর সঙ্গে সিমেন্স লিমিটেড ইন্ডিয়া, সিমেন্স বাংলাদেশ কনসোটিয়ামের সঙ্গে চুক্তি কার্যকর হয়।

এ কাজে বিলম্ব হওয়া ক্ষোভ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘কাজগুলো থার্ড পার্টি দিয়ে গুণগতমান সম্পর্কে পুনপরীক্ষা করা প্রয়োজন।’

ডেসকো পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ ফয়েজুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক মো. কাউসার আমীর আলী বক্তৃতা করেন।

এমইউ/এএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।