২০২১ সালের মধ্যে সবার ঘরে বিদ্যুৎ সুবিধা : তৌফিক-ই-ইলাহি


প্রকাশিত: ০৯:২৬ এএম, ১৩ নভেম্বর ২০১৪

২০২১ সালের মধ্যে সবার ঘরে বিদ্যুৎ সুবিধা দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহি চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তৌফিক-ই-ইলাহি বলেন, বাংলাদেশে   বিদ্যুৎ সমস্যা দ্রুত সমাধানের জন্য পার্শ্ববর্তী ভারত ও নেপাল থেকে বিদ্যুৎ আমদানির পরিকল্পনা করা হচ্ছে। এসব দেশগুলোর সঙ্গে এ ব্যাপারে আলোচনা চলছে।

তিনি বলেন, বর্তমানে ৩০ লাখ লোক সোলার সিস্টেমের আওতায় এসেছে। যা মোট জনগোষ্ঠীর ৪ শতাংশ।

উল্লেখ্য, কন-এক্সপো হলো পাওয়ার জেনারেশন ও ট্রান্সমিশন সোলার পাওয়ার, এনার্জি এবং রিনিউবল এনার্জি খাতের একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক প্রদর্শনী।

এ প্রদর্শনীতে এনার্জি এবং এনার্জি রিনিউবল নির্মাণ সামগ্রী, যন্ত্রাংশ এবং নির্মাণ কৌশলের বিভিন্ন দিক তুলে ধরে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সভাপতি আফতাব উল ইসলাম প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।