আজকের সাধারণ জ্ঞান : ০৬ ডিসেম্বর ২০১৫


প্রকাশিত: ১১:২৬ এএম, ০৬ ডিসেম্বর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘আন্তর্জাতিক বিষয়’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : ইরাক কবে কুয়েত দখল করে?
উত্তর : ২ আগস্ট ১৯৯০।
 
২. প্রশ্ন : ইরাক কবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করে?
উত্তর : ১০ নভেম্বর ১৯৯৪।

৩. প্রশ্ন : ইরাক-ইরান যুদ্ধের প্রধান কারণ কী?
উত্তর :  শাত ইল আরব জলপথের নিয়ন্ত্রণ।
 
৪. প্রশ্ন : প্রথম উপসাগরীয় যুদ্ধের স্থায়িত্ব ছিল কতদিন?
উত্তর : ৮৬ দিন।

৫. প্রশ্ন : ইরাক কুয়েতকে দখল করে কততম প্রদেশ হিসেবে ঘোষণা করেছিল?
উত্তর : ১৯ তম।
 
৬. প্রশ্ন : উপসাগরীয় যুদ্ধে ইরাক কর্তৃক দখলকৃত সৌদি শহরটির নাম কী?
উত্তর : খাফজি।

৭. প্রশ্ন : ইরাক-ইরান যুদ্ধবিরতি চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর : ২০ সেপ্টেম্বর ১৯৮৮।

৮. প্রশ্ন : ইরাকের নেতা আহমেদ ছালাবির রাজনৈতিক দলের নাম কী?
উত্তর : ইরাক ন্যাশনাল কংগ্রেস (আইএনসি)।

৯. প্রশ্ন : যুদ্ধোত্তর ইরাকে ইঙ্গ-মার্কিন জোট বিরোধী দলটির নাম কী?
উত্তর : ন্যাশনাল ইরাকি লিবারেশন।

১০. প্রশ্ন : মার্কিন জেনারেল টমি ফ্রাঙ্ক কর্তৃক কবে ইরাকের বাথ পার্টি বিলুপ্ত ঘোষিত হয়?
উত্তর : ১১ মে ২০০৩।

১১. প্রশ্ন : ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কবে মার্কিন বাহিনীর হাতে গ্রেফতার হন?
উত্তর : ১৩ ডিসেম্বর ২০০৩।

১২. প্রশ্ন : প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কোথায় মার্কিন বাহিনীর হাতে গ্রেফতার হন?
উত্তর : তিকরিতের খামার বাড়িতে।

১৩. প্রশ্ন : সাদ্দাম হোসেনের বিচারের জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনালের প্রধান বিচারপতির নাম কী?
উত্তর : সালেম চালাবি।
 
১৪. প্রশ্ন : ইরাকের শিয়াপন্থি মার্কিনবিরোধী গেরিলা গ্রুপের নাম কী?
উত্তর : মাহাদী আর্মি।

১৫. প্রশ্ন : শিয়া জোটের শীর্ষনেতা কে?
উত্তর : আয়াতুল্লাহ আলী আল সিসতানি।
 
১৬. প্রশ্ন : গ্রীন জোন কী?
উত্তর : বাগদাদে মার্কিন বাহিনীর সুরক্ষিত সদর দফতর।

১৭. প্রশ্ন : ইরানে কবে জনপদ গড়ে ওঠে?
উত্তর : প্রায় ৩ হাজার খ্রিস্ট পূর্বাব্দে।

১৮. প্রশ্ন : কবে পারস্য সাম্রাজ্যের গোড়াপত্তন ঘটে?
উত্তর : ৫০০ খ্রিস্ট পূর্বাব্দে।
 
১৯. প্রশ্ন : ইরানে কবে ইসলামি প্রজাতন্ত্র গঠিত হয়?
উত্তর : ০১ এপ্রিল ১৯৭৯।

২০. প্রশ্ন : ইয়েমেনে কবে প্রথম জনবসতি গড়ে উঠেছিল?
উত্তর : ২ হাজার খ্রিস্ট পূর্বাব্দে।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।