শহীদ মিনারে জিল্লুর রহমানকে শেষ শ্রদ্ধা


প্রকাশিত: ০৯:২২ এএম, ১৩ নভেম্বর ২০১৪

কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দকীকে শেষ শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার লাশ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশিষ্টজন ও তার অনুরাগীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকীর লাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিয়ে যাওয়া হয়। সেখানে তার দ্বিতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়।

এর আগে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার সকাল ৯টায় অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, জিল্লুর রহমান সিদ্দিকীকে বৃহস্পতিবার বাদ আছর বনানী কবরস্থানে দাফন করা হবে। জিল্লুর রহমান সিদ্দিকী মঙ্গলবার রাত ১২টা ৪৫ মিনিটে বনানীর বাসায় মৃত্যুবরণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।