‘আমরা দুঃখিত, টিকা এলেই তাদের দেয়া হবে’
স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ (সিডিসি) বিভাগের পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেছেন, ‘অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নেয়ার পর যাদের ইতিমধ্যে ১২ থেকে ১৬ সপ্তাহ পার হয়েছে, তাদের জন্য আমরা অত্যন্ত দুঃখিত। তাদের যে মানসিক যন্ত্রণা ও কষ্ট হচ্ছে সেটি লাঘব করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।’
বুধবার (১৬ জুন) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য অধিদফতরের এ মুখপাত্র বলেন, ভ্যাকসিন সংগ্রহ করার জন্য বিভিন্ন দেশ এবং সংস্থার সঙ্গে সরকার অত্যন্ত কার্যকর যোগাযোগ স্থাপন করেছে এবং আমরা অত্যন্ত আশাবাদী যে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার যেটুকু ঘাটতি আছে, সেই টিকা আমরা পেয়ে যাব।’
তিনি আরও বলেন, ‘এক্ষেত্রে যেহেতু আমাদের কোনো বিকল্প নেই তাই যখনই টিকা পাওয়া যাবে তখনই তাদের সেই টিকা দেয়ার জন্য আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে চেষ্টা করব এবং তারা সেই টিকা পেয়ে যাবেন।’
এমইউ/এমএইচআর/এমএস