যাত্রার আসরে বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন
দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তজিউ মন্দির প্রাঙ্গণে গেল শুক্রবার রাসমেলা চলছিলো। সে উপলক্ষ্যে আয়োজিত এক যাত্রার প্যান্ডেলে গভীর রাতে বোমা হামলা চালানো হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।
এর প্রতিবাদে মানববন্ধনের ডাক দিয়েছে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ।
সংগঠনটি থেকে জাগো নিউজকে জানানো হয়েছে, আগামীকাল সোমবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হবে মানববন্ধনের প্রথম পর্ব। পরে বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।
এ বিষয়ে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি বিশিষ্ট যাত্রানট মিলন কান্তি দে বলেন, এদেশের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বিশেষ করে মৌলবাদ-জঙ্গিবাদিরা আমাদের সভ্যতা, শিক্ষা, সংস্কৃতি বিলিন করে দেওয়ার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তারা দেশের বিশিষ্টজনদের প্রাণনাশের হুমকি দিচ্ছে, দেশের শেকড় ও সংস্কৃতিকে নির্মুল করতে উঠে-পরে লেগেছে। তাদেরই অনুচরেরা গেল শুক্রবারে দিনাজপুরে যাত্রাপ্যান্ডেলে বোমা হামলা ঘটিয়েছে।
তিনি বলেন, ‘বাঙালির সংস্কৃতিকে ধ্বংস করার এই নগ্ন তৎপরতার বিরুদ্ধে আমরা চরম ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানাই।’
যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ আয়োজিত কর্মসূচিতে তিনি সকল যাত্রাশিল্পী ও কলা-কুশলীসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি এবং দেশের শিল্প-সংস্কৃতিকে বাঁচাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এলএ