সংসদে নাসিরকে ‘ভালো লোক’ বললেন চুন্নু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৭ পিএম, ১৫ জুন ২০২১

নায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টায় অভিযুক্ত এবং গ্রেফতার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসির উদ্দিন মাহমুদের পক্ষে সাফাই গাইলেন দলের আরেক সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান নাসির উদ্দিনকে ‘ভালো লোক’ বলে আখ্যা দেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

এর আগে গতকাল সোমবার সংসদে বিএনপির হারুনুর রশীদ পরীমনির অভিযোগের পরিপ্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার নেয়ার দাবি তোলেন। এর জবাব দিতে গিয়ে মঙ্গলবার চুন্নু বলেন, ‘গতকাল সংসদে একজন মাননীয় সদস্য নায়িকা পরীমনির জন্য বিচার চেয়েছেন। একজন গ্রেফতার হয়েছেন। আমি তাকে চিনি। উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। সেই লোকটি জাতীয় পার্টি করেন। তিনি ভালো লোক। মিডিয়াকে অনুরোধ করবো, মিডিয়ার কারণে অনেক সময় ভালো লোক…আমি স্বরাষ্ট্রমন্ত্রী…।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ পর্যায়ে চুন্নুর জন্য নির্ধারিত সময় শেষ হওয়ায় তার মাইক বন্ধ হয়ে যায়।

সংসদে এর আগে মুজিবুল হক রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খাপছাড়া’ কবিতা আবৃত্তি করে বলেন, ‘অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা অনেক বড়। বাসায় বসে পড়েছি। আগামাথা পাইনি।’

বিদেশে টাকা পাচারকারীদের নাম সংসদে চাওয়ার পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রীর উদ্দেশে চুন্নু বলেন, ‘নাম আপনি বের করুন। আমরা কী অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে, যে নাম বের করবো? এত ফিরিস্ত দিলেন। আপনার গোয়েন্দা আছে আরও কত সংস্থা আছে। আপনি বের করুন। মিডিয়ায় দেখেছি এই সংসদের একজন এমপির স্ত্রী কানাডায় বাড়িতে হেঁটে বেড়াচ্ছেন।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বিএনপির হারুন সাহেব বলেছেন দুদক কেন আমাদের সম্পদের খোঁজ নিচ্ছে না। এলাকায় গেলে লোকে বলে পাঁচ লাখ টাকা দেন। যদি বলি, এত টাকা কোথায় পাব? বলে, এমপি-মন্ত্রীদের টাকার অভাব আছে নাকি? আমাদের সম্পদের খোঁজ নিন। সাথে সামরিক-বেসামরিক আমলা-ব্যবসায়ীদের সম্পদের হিসাব নিন। আমরাও দেব। নির্বাচনের সময় আমলানামায় যে হিসাব দিয়েছিলাম তার থেকে যদি বেশি পাওয়া যায় আমি ফেরত দেব। নিয়ে যাক। আমরা যারা প্রশাসনিক দায়িত্বে আছি আমাদের সম্পদের হিসাব নেয়া হোক। সরকার আদেশ দিক। সম্পদের হিসাব দেয়া হোক।’

এইচএস/এমএইচআর/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।