সীমান্তে বিওপি ক্যাম্প বসানো হবে


প্রকাশিত: ০৭:১০ এএম, ০৬ ডিসেম্বর ২০১৫
ফাইল ছবি

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, বাংলাদেশ সীমানার ৫৩১ কিলোমিটার অরক্ষিত ছিল। এর মধ্যে গত বছর ১১০ কিলোমিটার নজরদারিতে আনা হয়। এ বছর আরো ৯৮ কিলোমিটার আনা হয়েছে। সর্বমোট ৩০৮ কিলোমিটার নজরদারিতে এসেছে।

আগামী বছরের মধ্যে বাকিগুলো নজরদারিতে আসবে। এ লক্ষ্যে সীমান্তে ৬০-৭০টি বর্ডার আউটপোস্ট (বিওপি) ক্যাম্প বসানো হবে। রোববার বিজিবির সদর দফতরের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জেইউ/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।