জাতি কলঙ্কমুক্ত হয়েছে : মোখলেসুর রহমান


প্রকাশিত: ০৮:১৮ এএম, ১৩ নভেম্বর ২০১৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফরিদপুরের নগরকান্দা পৌর মেয়র ও বিএনপির নেতা পলাতক জাহিদ হোসেন ওরফে খোকন রাজাকারকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

এ রায়ের পর এক প্রতিক্রিয়ায় প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল বলেছেন, ‘এই রায়ে আমরা সন্তুষ্ট। আমরা ন্যায়বিচার পেয়েছি। জাতি কলঙ্কমুক্ত হয়েছে। এই রায় যথার্থ হয়েছে। এই রায়ের মধ্য দিয়ে শহীদ পরিবার, ভুক্তভোগী ও দেশবাসী প্রত্যাশিত বিচার পেয়েছে।’

বাদল আরো বলেন, খোকন রাজাকার একাত্তরে ১৬ জন নারী ও শিশুসহ ৫০ জনকে হত্যা, তিনজনকে পুড়িয়ে হত্যা, দুজনকে ধর্ষণ করে। এ ছাড়া দুজনকে ধর্মান্তরিত করা, দুটি মন্দিরসহ ১০টি গ্রামের বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ, সাতজন গ্রামবাসীকে সপরিবারে দেশান্তরে বাধ্য করেন খোকন রাজাকার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।