দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ৪৮১


প্রকাশিত: ০৬:২২ এএম, ০৬ ডিসেম্বর ২০১৫

আজিঙ্কা রাহানের জোড়া সেঞ্চুরির উপর ভর করে চলতি সিরিজের শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকা ৪৮১ রানের পাহাড়সম রানের টার্গেট দিয়েছে স্বাগতিক ভারত। দিল্লিতে সিরিজের শেষ টেস্টে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি পেয়েছেন রাহানে।

দিল্লি টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করে ভারত তাদের প্রথম ইনিংসে ৩৩৪ রান সংগ্রহ করে। আজিঙ্কা রাহানে দলের হয়ে সর্বোচ্চ ১২৭ রান করেন। আর স্পিনার রবিচন্দ্রন অশ্বিন করেন দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ রান। জবাবে সফরকারী দক্ষিণ আফ্রিকা তাদের ইনিংসে মাত্র ১২১ রান তুলে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে স্বাগতিক ভারত ৫ উইকেটে ২৬৭ রান তুলে তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। ফলে তাদের সামগ্রিক লিড দাঁড়িয়েছে ৪৮০ রান।

উল্লেখ্য, চার ম্যাচ টেস্ট সিরিজটি ইতোমধ্যে ২-০ তে সিরিজ জিতে নিয়েছে ভারত। চেন্নাইয়ে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।