ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে ১০ জনের মৃত্যু


প্রকাশিত: ০৬:১৩ এএম, ০৬ ডিসেম্বর ২০১৫
ফাইল ছবি

শীতের কারণে দেশের ৮ জেলায় ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত (এআরআই) রোগের প্রকোপ বেড়েছে। গত এক মাসে এই দুই রোগে  ১৫ সহস্রাধিক নারী, পুরুষ ও শিশু আক্রান্ত হয়েছেন। তন্মধ্যে ডায়রিয়ায় ৪ জন ও শ্বাসকষ্টজনিত রোগে ৬ জনসহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার ও কন্ট্রোল রুম ইনচার্জ ডা. আয়েশা আক্তার আজ (রোববার) জাগো নিউজকে জানান, ডায়রিয়া ও এআরআই প্রবণ জেলাগুলো হলো কুমিল্লা, নওগাঁ, পাবনা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, নড়াইল ও যশোর।

তিনি  আরো জানান, ওই সকল এলাকায় শীতের কারণে ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত একমাসে ১৫ হাজার ১৯৭ জনের মধ্যে ১১ হাজার ৭৫৪ জন ডায়রিয়ায় ও ৩ হাজার ৪৪৩ জন শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়েছে।

এমইউ/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।