মালয়েশিয়ায় আইএস সন্দেহে বাংলাদেশিসহ গ্রেফতার ৫


প্রকাশিত: ০৩:৩৭ এএম, ০৬ ডিসেম্বর ২০১৫

মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদার সঙ্গে জড়িত সন্দেহে এক বাংলাদেশিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে মালয়েশিয়া পুলিশ। গত ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর জানান, গ্রেফতারকৃতদের মধ্যে মালয়েশিয়ার একজন ও চার বিদেশি নাগরিক রয়েছেন। গ্রেফতারকৃতদের মধ্যে ৪৪ বছর বয়সী একজন ইউরোপীয় রয়েছেন, যিনি পেনাং প্রদেশে অস্থায়ী শিক্ষক হিসেবে কাজ করছিলেন। তার সঙ্গে আল কায়েদার সম্পর্ক আছে। আফগানিস্তান ও বসনিয়ায় জঙ্গি কার্যক্রমেও তিনি অংশ নিয়েছিলেন বলেও দাবি করছে মালয়েশীয় পুলিশ।

খালিদ জানান, “বাকিদের মধ্যে ৩১ বছর বয়সী এক ইন্দোনেশীয় পুরুষ, এক মালয়েশীয় ও এক বাংলাদেশি আইএসের একটি সেলের সঙ্গে জড়িত। বিদেশে জঙ্গি কার্যক্রমে অংশ নিতে স্বেচ্ছাসেবক সংগ্রহের দায়িত্বে ছিলেন তারা। ওই সেলটির নেতা ইন্দোনেশীয় ওই নাগরিক ২০১৪ সাল থেকে ফেইসবুকে আইএস নেতা আবু বকর আল বাগদাদির প্রতি আনুগত্য দেখিয়ে আসছেন বলে জানান খলিদ।

এদিকে, রাশিয়ার স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে আইএসের ১০ জঙ্গি থাইল্যান্ডে প্রবেশ করেছে বলে শুক্রবার গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর মালয়েশিয়ায় উচ্চ সতর্কাবস্থা জারি করা হয়।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।