দক্ষিণ আফ্রিকায় গোলাপগঞ্জের যুবক খুন


প্রকাশিত: ০৫:০৬ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৫

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হাতে বাংলাদেশি যুবক বাছন মিয়া (২৭) খুন হয়েছেন। তার বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার জাঙ্গালহাটা গ্রামে। তিনি মৃত ওয়াতির আলীর ছেলে।

গত বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে দক্ষিণ আফ্রিকা লেবফোরটিস্থ বাসায় যান। রাতে তার বাসায় ঢুকে সন্ত্রাসীরা তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। নিহত বাছন মিয়া দীর্ঘ ৮ বছর ধরে দক্ষিণ আফ্রিকার লেবফোরটি শহরে একটি মুদির দোকান দিয়ে ব্যবসা করে আসছিলেন।

এদিকে বাছন মিয়ার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে। ৮ ভাই বোনের মধ্যে বাছন সবার ছোট। তিনি সর্বশেষ ২০১২ সালে দেশে এসে বিয়ে করেছিলেন। তার দু’বছরের একটি ছেলে রয়েছে। আগামী ৭ ডিসেম্বর আবার দেশে আসার কথা ছিল। কিন্তু বাছন ৭ ডিসেম্বরের একদিন আগেই আজ দেশে আসছেন ঠিকই তবে জীবিত নয়।

বাছন মিয়ার বড়ভাই আতিক মিয়া জানান, বাছন মিয়ার লাশ আগামী মঙ্গলবার দুপুরে ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে পরিবারের লোকজন লাশ গ্রহণ করে গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার জাঙ্গালহাটা গ্রামে নিয়ে আসবেন। ওইদিন রাতেই মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে লাশ দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ছামির মাহমুদ/ এমএএস/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।