রংপুরে ৮ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল


প্রকাশিত: ০৩:০১ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৫

রংপুরের বদরগঞ্জ পৌরসভা নির্বাচনে আট কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার যাচাই-বাচাই শেষে তাদের মনোনায়নপত্র বাতিল করা হয়।

বাতিলকৃতরা হলো, ১নং ওয়ার্ডের একরামুল হক, ২নং ওয়ার্ডের বাবলু মোহন্ত, ৩নং ওয়ার্ডের আখতারুজ্জামান বাবু, ৪নং ওয়ার্ডের নীল কান্ত, ৫নং ওয়ার্ডের মিজানুর রহমান, রফিকুল ইসলাম ও খোকন মিয়া এবং ৭নং ওয়ার্ডের রুহুল আমিন।

জেলা নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন মনোনয়নপত্র বাতিলের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

বদরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার ১৭ হাজার ৪৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার আট হাজার ৭০৪ জন ও মহিলা ভোটার ৮ হাজার ৭৭৭ জন।

জেলায় তিনটি পৌরসভা থাকলেও মামলা সংক্রান্ত জটিলতার কারণে পীরগঞ্জ এবং মেয়াদ পূর্তি না হওয়ায় কাউনিয়ার হারাগাছ পৌরসভার নির্বাচন হচ্ছে না। নির্বাচন কমিশন ঘোষিত সময়সীমা অনুযায়ী ৩০ ডিসেম্বরে শুধু বদরগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

জিতু কবীর/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।