নাটোর উৎসব পালিত
ঢাকাস্থ নাটোর জেলা সমিতির বার্ষিক সাধারণ সভা ও নাটোর উৎসব ৪ ডিসেম্বর শুক্রবার বিকেলে রাজধানী মিরপুরের সরকারি বাংলা কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, ঢাকাস্থ নাটোর জেলা সমিতির সভাপতি আহসান খান চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ মোল্লাসহ বিভিন্ন গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রথমে সমিতির বার্ষিক প্রতিবেদন তুলে ধরা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসএইচএস/আরআইপি