জাতীয় আর্কাইভস ডিজিটাইজেশন প্রকল্প চূড়ান্ত হচ্ছে : প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২২ পিএম, ০৯ জুন ২০২১

অচিরেই জাতীয় আর্কাইভস ও জাতীয় গ্রন্থাগার ডিজিটাল করা হচ্ছে। সেই লক্ষ্যে জাতীয় আর্কাইভস ডিজিটাইজেশনের জন্য গৃহীত প্রকল্পের প্রকল্প দলিল চূড়ান্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

বুধবার (৯ জুন) দুপুরে ‘আন্তর্জাতিক আর্কাইভস সপ্তাহ ২০২১’ উদযাপন উপলক্ষে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদফতর আয়োজিত ‘এম্পাওয়ারিং আর্কাইভস’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

বিজ্ঞাপন

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে জনগণকে জ্ঞান সেবা প্রদানের জন্য জাতীয় আর্কাইভসের কোনো বিকল্প নেই। মহান মুক্তিযুদ্ধের মূল্যবান দলিলসহ সরকারের স্থায়ী রেকর্ডস ও আর্কাইভ সংরক্ষণের গুরুত্ব অনুধাবন করে ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় জাতীয় আর্কাইভস ও গ্রন্থাগার দফতর যাত্রা করে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অচিরেই জাতীয় আর্কাইভস ও জাতীয় গ্রন্থাগারকে ডিজিটাল আর্কাইভস ও ডিজিটাল লাইব্রেরিতে রূপান্তরিত করা হবে। সেই লক্ষ্যে জাতীয় আর্কাইভস ডিজিটাইজেশনের জন্য গৃহীত প্রকল্পের প্রকল্প দলিল চূড়ান্ত করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘জাতীয় আর্কাইভসের অবকাঠামোগত উন্নয়নের কাজ সমাপ্তকরণের লক্ষ্যে আমরা শিগগিরই এর তৃতীয় পর্যায়ের কাজ শুরু করতে যাচ্ছি। তাছাড়া গত ৬ জুন ‘বাংলাদেশ জাতীয় আর্কাইভ বিল, ২০২১’ নামের একটি বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, ‘এই আইন এবং প্রকল্প দুটি (অবকাঠামোগত উন্নয়ন ও ডিজিটাইজেশন) বাস্তবায়িত হলে জাতীয় আর্কাইভসের সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে।’

ইন্টারন্যাশনাল কাউন্সিল অন আর্কাইভস (আইসিএ) ৭ থেকে ১১ জুন ভার্চুয়াল মাধ্যমে আন্তর্জাতিক আর্কাইভস সপ্তাহ পালন করছে। বিশ্বের বিভিন্ন স্থানে আইসিএর সদস্যদের একইভাবে আর্কাইভস সপ্তাহ পালনের জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ আর্কাইভস ও গ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক ফরিদ আহমদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ওয়েবিনারে অংশগ্রহণ করেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বাংলাদেশের কো-অর্ডিনেটর মো. সানাউল হক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভীন, বাংলাদেশ আর্কাইভস ও রেকর্ড ম্যানেজমেন্ট সোসাইটির (বারমস) সভাপতি অধ্যাপক শরীফ উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক সাবেক অতিরিক্ত সচিব জালাল আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদফতরের পরিচালক (আর্কাইভস ও প্রশাসন) মো. সুজায়েত উল্যা।

আরএমএম/এসএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।