চাঁদপুরে বিএনপি মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
চাঁদপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শুরুতেই বিএনপি সমর্থিত এক মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জমা দেওয়া মনোনয়নপত্রে তথ্য ‘গরমিল’ থাকায় চাঁদপুর ছেংগারচর পৌরসভায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক প্রত্যাশি প্রার্থী সারোয়ারুল আবেদীনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
শনিবার দেশের ২৩৫ পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়। সাড়ে ১৩ হাজার প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই রোববার শেষ হবে।
বাছাই প্রক্রিয়ার শুরুতেই মনোনয়নপত্রে তথ্য গরমিল থাকায় চাঁদপুর ছেংগারচর পৌরসভা বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সারোয়ারুলের মনোনয়নপত্র বাতিলের কথা জানান চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী হেকমত আলী। তিনি সাংবাদিকদের বলেন, এই প্রার্থী শিক্ষাগত যোগ্যতার সনদ ও আয়কর রিটার্ন জমা দেননি। জাতীয় পরিচয়পত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক উল্লেখ করা হলেও মনোনয়ন ফরমে এসএসসি লিপিবদ্ধ করা হয়।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মফিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, সকাল ১০টায় সারোয়ারুল আবেদীন বা তার প্রতিনিধির উপস্থিত থাকার কথা থাকলেও কেউ উপস্থিত ছিলেন না। ১৩ ডিসেম্বরের মধ্যে সারোয়ারুল মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আবেদন না করলে নির্বাচন কমিশন বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি।
এদিকে সারোয়ারুল আবেদীন সাংবাদিকদের বলেন, আমি মনোনয়নপত্র জমাদানকালে প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিয়েছি। কোনো ধরনের ভুলত্রুটি ছিল না। এরপরও কেন আমার মনোনয়নপত্র বাতিল হয়েছে তা আমার বোধগম্য নয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানান তিনি।
চাঁদপুর ছেংগারচর পৌরসভায় মেয়র পদে সারোয়ারুলসহ দু`জন, সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
ইকরাম চৌধুরী/এমজেড/আরআইপি