টস জিতে ব্যাট করছে বাংলাদেশ


প্রকাশিত: ০৭:২৬ এএম, ০৫ ডিসেম্বর ২০১৫

টি২০ বিশ্বকাপের চূড়ান্ত পর্ব আগেই নিশ্চিত হয়ে গেছে। সেমিফাইনালে জিম্বাবুয়েকে হারানোর মধ্য দিয়ে। এবার নতুন লক্ষ্য বিশ্বকাপ বাছাই পর্বের চ্যাম্পিয়ন হওয়া। সে লক্ষ্যে ব্যাংককের তারথাই ক্রিকেট গ্রাউন্ডে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে জাহানারা-সালমারা।

আয়ারল্যান্ডের মেয়েদের বিপক্ষে শুরুতেই হয়েছে বাংলাদেশের। কয়েন নিক্ষেপে (টস) জয়ের পর অবশ্য প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক জাহানারা আলম।

ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার শারমিন আকতার এবং নিগার সুলতানা। ২১ রানের জুটিও গড়ে ফেলেন তারা দু’জন। কিন্তু হঠাৎই ঝড় ওঠে। ঝড়টা তোলেন আইরিশ বোলার সিয়ারা ম্যাটকাফি। তার এক ওভারে পরপর দুই বলে ফিরিয়ে দেন শারমিন আকতার এবং লতা মন্ডলকে। ১৪ বলে ৯ রান করে ফিরে যান শারমিন। লতা মন্ডল কোন রানই করতে পারলেন না।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের মেয়েদের রান ৮.৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩৫। উইকেটে রয়েছেন ওপেনার নিগার সুলতানা ১৫ রানে এবং রুমানা আহমেদ ৭ রানে।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।