মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ ও কাল


প্রকাশিত: ০৫:২৭ এএম, ০৫ ডিসেম্বর ২০১৫

দেশের ২৩৫টি পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আজ শনিবার ও আগামীকাল রোববার। ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশে মেয়র পদে ১২২৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ২ হাজার ৬৬৮  ও সাধারণ কাউন্সিলর পদে ৯ হাজার ৭৯৮ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মোট মনোনয়নপত্র দাখিল করেছেন ১৩ হাজার ৬৮৯ জন প্রার্থী। তবে কোথাও কোথাও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হলেও নির্বাচন কমিশন (ইসি) কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

এসব মনোনয়নপত্র শনি ও রোববার যাচাই-বাছাই করবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এবারই প্রথমবারের মতো দেশে কোনো স্থানীয় নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। তবে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদের নির্বাচন হবে আগের নিয়মে অর্থাৎ নির্দলীয়ভাবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর মেয়াদোত্তীর্ণ ২৩৫টি পৌরসভায় ভোট হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৩ ডিসেম্বর বৃহস্পতিবার। যাচাই-বাছাই ৫ ও ৬ ডিসেম্বর শনি ও রোববার । মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর।

এইচএস/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।