কালো ধোঁয়ায় আচ্ছন্ন মহাখালী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৬ এএম, ০৭ জুন ২০২১

সাততলা বস্তিতে দাউ দাউ করে ছড়িয়ে পড়া আগুনের ধোঁয়ায় রাজধানীর ছেয়ে গেছে রাজধানীর মহাখালীর আকাশ। আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। আশপাশের বহুতল ভবনের বাসিন্দারা দরজা-জানালা বন্ধ করে ঘর ছেড়ে বেরিয়ে পড়ছেন।

আজ সোমবার (৭ জুন) ভোররাত ৪টার দিকে বস্তিতে আগুনের সূত্রপাত হয়। পরে তা পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। প্রায় দুই ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

পার্শ্ববর্তী জনস্বাস্থ্য ইনস্টিটিউট, সংক্রামক ব্যাধি হাসপাতালসহ বিভিন্ন জলাশয় থেকে পানি আনছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

jagonews24.com

সোমবার (৭ জুন) সকাল ৬টা পর্যন্ত বস্তির অন্তত এক হাজার ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হোসেন জানিয়েছেন, খবর পেয়ে প্রথমে সেখানে ৪টি ইউনিট পাঠানো হয়। পরে আগুনের ভয়াবহতা দেখে আরও ১৪টি ইউনিট সেখানে পাঠানো হয়েছে।

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে সেখানে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ করছে। আরও বেশ কয়েকটি ইউনিট দ্রুত সেখানে যোগ দেবে বলে জানান তিনি।

jagonews24.com

ফায়ার সার্ভিসকর্মীদের পাশাপাশি বস্তির বাসিন্দারাও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন। তবে বাতাসে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ছে। ফলে নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে ফায়ার সার্ভিসকর্মীদের।

বস্তির বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, বস্তিজুড়ে কাঠ ও টিনশেডের ঘর। পুরো বস্তিতে প্রায় দুই হাজার ঘর রয়েছে। এরমধ্যে এ পর্যন্ত অন্তত এক হাজার ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

তবে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে তাও প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিসকর্মীরা।

এমএমএ/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।