ফাইনালে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ


প্রকাশিত: ০৩:০৭ এএম, ০৫ ডিসেম্বর ২০১৫

টি-টোয়েন্টি প্রমীলা বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে আজ (শনিবার) আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ইতিমধ্যে সব বাধা অতিক্রম করে ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে জাহানারারা। ব্যাংককে আজ বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হবে ফাইনাল ম্যাচ।

টুর্নামেন্টে অপরাজিত বাংলাদেশের মেয়েরা একের পর এক বাধা টপকেছেন অনায়াসে। দুরন্ত ব্যাটিংয়ে নয়, দুর্বার বোলিংয়ে। স্বাগতিক থাইল্যান্ডকে ৭৩ রানে হারিয়ে শুরু। এরপর স্কটল্যান্ডকে ৮ উইকেটে এবং পাপুয়া নিউগিনিকে ৪১ রানে হারিয়েছেন জাহানারারা। সেমিফাইনালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩১ রানের জয় বাংলাদেশকে নিয়ে গেছে টি-টোয়েন্টি প্রমীলা বিশ্বকাপের মূলপর্বে।

আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। আজ ফাইনালে জিতে বাংলাদেশের মেয়েরা অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরতে চান। আইরিশ কন্যাদের শেষ লড়াইয়ে হারালেই স্বপ্নপূরণ।

জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।