বাণী-বচন : ০৫ ডিসেম্বর ২০১৫


প্রকাশিত: ০২:০০ এএম, ০৫ ডিসেম্বর ২০১৫

বই
মহামানবের মাধ্যমে আল্লাহর প্রথম বাণী বড়।– আল কোরআন

বই পড়তে যে ভালোবাসে তার শত্রু কম।– চার্লস ল্যাম্ব

বই মনের জন্য এক উন্নতমানের ক্লোরফর্ম।– রবার্ট চ্যাস্মার

আইনের মৃত্যু হয় কিন্তু বইয়ের মৃত্যু হয় না।– বুলওয়ার লিটন

গৃহের কোনো আসবাবপত্রই বইয়ের মতো সুন্দর নয়।– সিউনি স্মিথ

বচন
ডেউয়া ডেফল,
অতি চুকা নারকল।
অর্থ : টক খাওয়ার পর মিষ্টি খেলে তা টকই লাগে। মন্দ কাজে অভ্যস্ত ব্যক্তি সৎকাজে আনন্দ পায় না- একথা বোঝাতে বলা হয়।

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।