বার্সার সেরা ভদ্র খেলোয়াড় মাচেরানো
হ্যাভিয়ের মাচেরানোই কি না বার্সেলোনার সবচেয়ে বেশ শান্ত এবং ভদ্র খেলোয়াড়! লিওনেল মেসি এবং আন্দ্রেস ইনিয়েস্তার চেয়েও। অন্তত বার্সার স্বীকৃতিপ্রাপ্তির পর মাচেরানো সম্পর্কে এর চেয়ে ভিন্ন কিছু তো আর বলা সম্ভব নয়। ২০১৫ সালের ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেলেন মাচেরানো। ক্লাবের পক্ষ থেকে তার হাতে এই পুরস্কার তুলে দেন প্রেসিডেন্ট হেসে মারিয়া বার্তেম্যু।
বৃহস্পতিবার রাতে বার্সার হোম ভেন্যু ক্যাম্প ন্যুতে জমকালো এক অনুষ্ঠানের মধ্যদিয়ে মাচেরানোর হাতে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বার্সা প্রেসিডেন্টও। তিনি বলেন, ‘আমরা মাঠ এবং মাঠের বাইরে খেলোয়াড়দের নেতৃত্ব, ক্লাবের প্রতি তাদের শ্রদ্ধা, প্রতিপক্ষ এবং সতীর্থদের প্রতি সম্মান, দলের জার্সির প্রতি দায়বদ্ধতা, বার্সেলোনার সমর্থকদের প্রতি খেলোয়াড়দের দৃষ্টিভঙ্গি ইত্যাদি বিবেচনা করে পুরস্কারটির জন্য যোগ্য খেলোয়াড়ের নাম ঘোষণা করেছি।’
মেসি-ইনিয়েস্তা এবং র্যাকিটিকদের পেছনে ফেলে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জেতার পর মাচেরানোও বেশ আপ্লুত। তিনি বলেন, ‘বার্সার মতো এতো বড় ক্লাবের হয়ে এই অ্যাওয়ার্ডটি জিততে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। এফসি বার্সেলোনার হয়ে আমি আরও কয়েক বছর খেলে যেতে চাই।’
আইএইচএস/পিআর