ভূমি রাজস্ব আদালতে চালু হচ্ছে অনলাইন শুনানি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৭ এএম, ০৫ জুন ২০২১

ভূমি রাজস্ব বিষয়ক আদালতগুলোর বিচারিক কার্যক্রমে অনলাইন শুনানি ব্যবস্থা চালু হতে যাচ্ছে। আগামী মঙ্গলবার (৮ জুন) এই কার্যক্রম উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ভূমি মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠি থেকে এ তথ্য জানা গেছে। ৮ জুন দুপুর ১২টায় সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে ভূমিমন্ত্রী অনলাইন শুনানি ব্যবস্থা উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থাকবেন ভূমি আপিল বোর্ড ও ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক, সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।

ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার অংশ হিসেবে এই কার্যক্রম চালু করা হচ্ছে। এতে মানুষের ভোগান্তি কমবে, ভূমি রাজস্ব সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

আরএমএম/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।