অস্বাস্থ্যকর-ভেজাল খাদ্য বিক্রি, ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৯ পিএম, ০৪ জুন ২০২১

অনুমোদনহীন, ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী মজুত এবং বিক্রির অভিযোগে আট প্রতিষ্ঠানকে ৮ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ভ্রাম্যমাণ আদালত দুটি প্রতিষ্ঠানকে সিলগালা ও ১৭ লাখ টাকার অনুমোদনহীন নকল কসমেটিকস ও অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (৩ জুন) রাজধানীর কেরানীগঞ্জ, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত র‌্যাব-১০ এর সমন্বয়ে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান।

jagonews24

শুক্রবার (৪ জুন) র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘রাজধানীর যাত্রাবাড়ী ও কদমতলী এলাকায় অনুমোদনহীন, ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী মজুত এবং বিক্রির অপরাধে ঢাকা নুর বেকারিকে এক লাখ ৫০ হাজার টাকা, মায়ের দোয়া বেকারি ও কনফেকশনারিকে ১ লাখ টাকা, মরনিং ফুড ফ্যাক্টরিকে ১ লাখ টাকা, মজিদ বেকারিকে ১ লাখ টাকা, মিম বেকারিকে ১ লাখ টাকা, বনলতা বেকারিকে ১ লাখ ৫০ হাজার টাকা, নিউ প্রোটিন বেকারিকে ১ লাখ ৫০ হাজার টাকা ও কর্ণফুলি বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এএসপি এনায়েত কবীর সোয়েব বলেন, ‘যারা অনুমোদনহীন, ভেজাল খাবার উৎপাদন, মজুত এবং বিক্রি করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে র‌্যাব।’

টিটি/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।