ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে আইটি ফেস্টিভ্যাল


প্রকাশিত: ১০:১৯ এএম, ০৪ ডিসেম্বর ২০১৫

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘৪র্থ সিএসই ফেস্টিভ্যাল-২০১৫’ শুরু হয়েছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফেস্টিভ্যালের উদ্বোধন করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আব্দুল চৌধুরী।

WU

উপাচার্যের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ-এর সেক্রেটারি ড. মুশফিক এম চৌধুরী, উপ-উপাচার্য ড. এম নরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোর্শেদা চৌধুরী।

WU

প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে প্রযুক্তির ওপর দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। দুনিয়া এখন হাতের মুঠোয়। এতো কাছে থাকার পরেও যদি প্রযুক্তির মাধ্যমে নিজেকে তুলে না ধরা যায় তাহলে সময় থেকে ছিটকে পড়তে হবে।
 
WU

তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং তা প্রযুক্তির ওপর নির্ভর করেই।

WU

উৎসবে কলেজ এবং বিশ্ববিদ্যালয় উভয় পর্যায়ের শিক্ষার্থীদের আইটি অলিম্পিয়াড, বিতর্ক প্রতিযোগিতা, রোবটিক্স, ওয়ার্কশপ, সেমিনারসহ নানা আয়োজন রয়েছে।

এএসএস/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।