মোহাম্মদপুরে আগুনে দগ্ধ সোহেল মারা গেছেন
রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকার টিনশেড বাড়িতে মশার কয়েল থেকে লাগা আগুনে দগ্ধ মোহাম্মদ সোহেল (২৭) মারা গেছেন।
মঙ্গলবার (১ জুন) দিবাগত রাত ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ সংকর পাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোহেলের শরীরের ৭৫ শতাংশ দগ্ধ ছিল। তার স্ত্রী লাবণী এখনও চিকিৎসাধীন। তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ।
এর আগে গত শনিবার (২৯ মে) রাতে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সোহেলের শিশুসন্তান মোরসালিন (২)।
শুক্রবার (২৮ মে) রাত ৩টার দিকে নবোদয় হাউজিংয়ের ‘সি’ ব্লকের ২ নম্বর টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় শিশু মোরসালিনসহ তার বাবা মোহাম্মদ সোহেল (২৭) ও মা লাবণী আক্তার (১৮) দগ্ধ হন।
শনিবার ভোর সাড়ে ৬টার দিকে তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বিএ/জেআইএম