দুর্নীতির দায়ে ফিফায় ১৬ জন অভিযুক্ত


প্রকাশিত: ০৩:৪৯ এএম, ০৪ ডিসেম্বর ২০১৫

ফিফার ওপর থেকে শনির দশা যেন কাটছেই না। বরং, আরও বেশি ঝেঁকে বসছে। দুর্নীতির বিপক্ষে যে তদন্ত চলছে ফিফায়, তার আরও নতুন শাখা-প্রশাখা গজাচ্ছে। নতুন নতুন ব্যাক্তিকে জড়ানো হচ্ছে ফিফার দুর্নীতি মামলায়। গ্রেপ্তারও চলছে। যা থেকে বাদ যাচ্চে না পদস্থ কর্মকর্তাও। গতকাল ভোরে দুজন কর্মকর্তাকে গ্রেপ্তার করার পর নতুন করে আরও ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করলেন মার্কিন তদন্তকারীরা।

গ্রেপ্তারকৃত দুজনও ১৬ জনের মধ্যে রয়েছেন। রয়েছেন ফিফার নির্বাহী কমিটির কয়েকজন বর্তমান ও সাবেক সদস্য। তালিকায় রয়েছেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের সাবেক প্রধান রিকার্ডো টেইজেরিয়া। তার বিরুদ্ধে দুইশ মিলিয়ন ডলার ঘুষের অভিযোগ আনা হয়েছে। তালিকায় আরো রয়েছেন ব্রাজিলের ফুটবলের প্রেসিডেন্ট মার্কো পেলো ডেল নেরো।

মার্কিন এটর্নি জেনারেল লরেট্টা লিঞ্চ বলছেন, দুই দশকের বেশি সময় ধরে এই দুর্নীতিবাজ কর্মকর্তারা ফুটবল বিশ্বকে দুষিত করে তুলেছেন।

মিজ. লিঞ্চ আরও বলেন, তারা যে প্রতারণা করেছেন, যেভাবে দুর্নীতি করেছেন, তা অবিশ্বাস্য। তবে এটা এখন পরিষ্কার করে দেয়া হচ্ছে, যারাই ফুটবলের দুর্নীতির সঙ্গে জড়িত কিন্তু এখনো আড়ালে লুকিয়ে রয়েছে, তাদেরকেও খুঁজে বের করা হবে।

এদিকে ফিফা জানিয়েছে, তদন্ত কাজে যুক্তরাষ্ট্রকে পূর্ণ সহযোগিতা দেবে সংস্থাটি। বৃহস্পতিবার ফিফা`র নির্বাহী কমিটি সংস্থাটির মধ্যে কার দুর্নীতিরোধে একটি গুচ্ছ সংস্কার কর্মসূচি অনুমোদন করেছে।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।