বাণী-বচন : ০৪ ডিসেম্বর ২০১৫


প্রকাশিত: ০২:১৫ এএম, ০৪ ডিসেম্বর ২০১৫

বাণী
সফলতা
আত্মবিশ্বাস হচ্ছে সাফল্যের প্রথম গূঢ়তত্ত্ব।– ইমারসন
দুষ্কৃতি থেকে বেঁচে থাকাও জীবনের একটি বিরাট সাফল্য।– হজরত আলী (রা.)
সফলতা কখনো অন্ধ হয় না।– টমাস হাডি
যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই।– উইলিয়াম ল্যাং লেড
সাহসহীন কোনো ব্যক্তিই সাফল্য অর্জন করতে পারে না।– কাও ন্যাল গিবন
এসইউ/এইচআর

বচন
বয়সেতে বিজ্ঞ নয়,
বিজ্ঞ হয় জ্ঞানে।
অর্থ : বিজ্ঞ ব্যক্তির পরিচয় বয়সে নয়, জ্ঞানে পাওয়া যায়- এ কথা বোঝাতে বলা হয়।

এইচআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।