পুলিশ পেটানোর মামলায় রাবি শিক্ষক গ্রেফতার


প্রকাশিত: ০৭:০৯ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৫

পুলিশের ওপর হামলার মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস বিভাগের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বিনোদপুর বাজার থেকে ওই শিক্ষককে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

জামায়াতপন্থী শিক্ষক অধ্যাপক ড. আমিরুল ইসলামের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার শুশান্ত চন্দ্র রায়।

তিনি বলেন, ‘রাবির ওই শিক্ষক জামায়াত-শিবিরের সহিংসতার সময় পুলিশের ওপর হামলার ঘটনায় একজন ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে বিনোদপুর বাজার থেকে গ্রেফতার করা হয়েছে।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, আমিরুল ইসলামকে গ্রেফতার করে মতিহার থানায় আনা হয়েছে। তিনি পুলিশের উপর হামলার মামলার আসামি। উপর থেকে নির্দেশ আসলে তাকে জেলে পাঠানো হবে।

রাশেদ রিন্টু/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।