দেশে উন্নয়নের ছোঁয়া লেগেছে : নাসিম


প্রকাশিত: ১২:৩৯ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৫

দেশের সকল প্রান্তে একযোগে উন্নয়নের ছোঁয়া লেগেছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নদী তীর রক্ষা প্রকল্পের শুভ উদ্বোধন শেষে এক জনসভায় তিনি এ দাবি করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেখানে এক সময় মঙ্গা ছিল এবং না খেয়ে থাকতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই আজ সেখানে সাধারণ মানুষজন তিন বেলা তিন মুঠো খেতে পারছেন। বর্তমান সরকার সুফল ইতিমধ্যে দেশবাসী ভোগ করা শুরু করেছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য তিনি সকলকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।

ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাবুল চন্দ্র শীল, নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া প্রমুখ।

বাদল ভৌমিক/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।